যার দয়াতে গরীব দুঃখী,
খাচ্ছে দুটি ভাত।
সেই তো মোদের চির সাথী,
মানুষের একটি জাত।।


সবার উপরে থাকেন তিনি,
বিচার সবার করেন যিনি।
দাড়ি-পাল্লায় সমান ভাবে,
কাঁটায় কাঁটায় হিসাব করে।।


তাঁর বিচার সবার সেরা,
তাঁকে বিমুখ করবে কারা!
ছলনা আর কারসাজি তে,
মিথ্যাচারে মানুষ মারা।।


এ জগতে মানুষ যারা,
নারদ উপাধি' দেওয়ায় সারা।
একটা শোনে ,একটা বলে,
মিথ্যা কথায় সবাই সেরা।।


ধর্ম নিয়ে খেলে যারা,
মনে রেখো সবাই তারা।
নিস্তার নেই এ জগতে,
যম দুয়ারের শেষ সিমাতে।।


দাঁড়িয়ে আছেন দাঁড়ি ধরে,
ফাঁকি দেওয়া যায় কি তাঁরে!
চক্ষু তাঁর আড়ে বাড়ে,
ঘুরছে সারা দুনিয়া ভ'রে।।


ভুল ক'রে কেউ যদি মরে,
ছাড়বে না সে, কাউকে ত' রে।
কম নয় বেশি নয়,
বিচার তার হবেই হবে।।
         ----------------