আমি ভালোবাসি।
ভালোবাসি শুধু তোমাকে,
ভালোবাসি!


শুধু একটি শব্দ মাত্র
চার বর্ণের মিলিত এক ধ্বনি।
কত সুন্দর একটি অভিব্যক্তি!না-?


নব শিশুর ঘুম ভাঙা থেকে-
তিন মাথা বৃদ্ধের পথ চলা শেষ হওয়া।
নৃঃশংসতার চোরা বালি-
আর,স্নেহের শিতল ছোঁয়া
সমস্তটায়-,
এই চার বর্ণের দেওয়াল তোলা খামারে বন্দি।


পূব আকাশে ঢোলে যাওয়া চাঁদ
আর, নিঃশব্দ রাত্রির জাগ্রত প্রহরে-
একাকীত্বের ভাবনায় মিমৃয়মান প্রতিশ্রুতি!
সবটায় বিনম্র স্বীকৃতির মুখশে,
নিঃলজ্জ এক শয়তান স্বার্থ।


           ***
*************