হাসবো আমি সেদিন তখন;
টুকটুকে বউ আনবে যখন,
দূরের থেকে চার চাকার ঐ গাড়ি চড়ে,
ছেলে আমার শোলার মুকুট শীর্ষে পরে।


বরণ ডালা সাজাবে কেউ,
শঙ্খধ্বনির জমকালো ঢেউ
উঠবে যত হৈ-হুল্লোর আর চিৎকার,
ধূম লাগবে নব বধূর বদনটি দেখবার।


ঘরেই বধূ বসবে গিয়ে;
ভাশুর,শশুর,দেওর নিয়ে,
উঠবে মেতে জা-ননদে ঠাকুর-জামাই্,
আত্মীয়তার আভিনয়ের মধুর ভাষায়।


বাসর ঘরটি সাজবে ওরে,
সানাই ওই বাজবে জোরে-
জ্বলবে আলো সন্ধ্যায় রঙ্গিন সাজে,
মোহিত হবে রজনীগন্ধা গন্ধরাজে।


কুটুম ভর্তি হবে বাড়ি;
পড়বে নারী দামী শাড়ী।
নবীন-প্রবীন ছুটবে সাজো সাজো রবে,
আহা!এ লীলাক্ষেত্র আর কি কভু হবে!


উল্লসিত বিয়ের দিবসে
মাতবে সবে মহাসরসে
দেখাবে যে যার নিজের ওজন-খান,
থাকবে সেথায় আমোদ-ভোজন দান।


দুটি প্রাণের মিলন স্মৃতি্,
ধরার জীবের এটাই রীতি,
সীমাহীন আনন্দ মেলায় হবে পরিপূর্ণ,
উৎসবের মেলবন্ধনে আমি হবো ধন্য।