মৃত্যুই গন্তব্যের মহাক্ষণ।
জড়িয়ে থাকে তাতে কত ব্যথা দুখ’রে!    
          এক দন্ড সহেনা মন-
শোকবিলাপে ফাটিয়ে বাড়ি উঠে ডুকরে।
       মায়ার বাঁধন কাটতে নারে,  
নাতনি-নাতি জামাই-ঝি ও পুত্রকন্যা গণ
        প্রতিবেশীরা নাহি ছাড়ে;
একই শোকের সমব্যথী করেই প্রকাশন।  
       এটাই ধরার নিয়ম ধারা-
চলার পথে বাঁধাই আছে এমনতর রীতি,
        চক্রপথেই ঘূরছে তারা-
গ্রহরূপে জীবের মাঝে মায়া,স্নেহ,প্রীতি।
        তবুতো সবে যায় ভুলে!
কয়কটি দিন পরে শোক বিষাদের শেষে,
        স্বাভাবিকতার রেশ তুলে;
ফিরে আসে তাইতো পুন সুখের আবেশে।
        রাজা প্রজা জানা সবার,
জন্মালেই মৃত্যুপানে এগিয়েই চলে জীব,
       মৃত্যুকালে শোক, আবার-
খুশির সময় সবাই যেন মত্ত সদাই শিব।