মার্কামারা খৈনি কিনে নেশার মজা লুটেন রাজা,
পরেই তার সঙ্গী এসেই মহানন্দে সাজেন গাঁজা।
শুরু হ্য় প্রভাত-ফেরি নেশার ওই তালে তালে,
নেশা দিয়েই দিনের শুরু, যা হয় তার কপালে।
চা-এর নেশাও রয়েছে, ঠিক সময়ে গিলে সেটি,
কুলির কাজেও ছুটে, মাথায় বেঁধে লাল ঐ ফেটি।
শুরুতেই মদটা গিলে শুরু হয় তার ওই খাটূনি,
কাজের শেষে ক্লান্ত পায়ে থাকেনা ঠিক আঁটুনি।
ফিরতে্ পথে বকম-বকম, পা-মাথা টলে বেড়ায়,
বাকি তাঁর সময়টুকু কাটিয়ে দেয় তাড়ির ডেরায়।
সাঁঝে সব বন্ধু মিলে এক-আধটুক হেরোইন টানে,
রাজা যে “নেশার রাজা” সমাজের সবাই জানে।
সিগারেট আর বিড়িটা; টানে কত যায়না গোনা,
অগুন্তি সারাদিনে, লোক-মুখেও যায় তা শোনা ।
দশটা বছর এমন ভাবেই চললেন এই রাজাবাবু,
হঠাৎ আজ পেটের ব্যথায় হয়েছেন বেজায় কাবু।
তিনটি দিন আর গেল না সোমবার বিকেল এলো,
বাইশ-বার বোমি`র পরেই রাজাবাবু অক্কা পেল।
রাজার দেখে শিক্ষা পেয়েই গ্রামবাসী খুব সংযত,
নেশা ছেড়ে এখন সবাই আপন আপন কর্মরত।