এসেছি আমি সেই ছোট্ট ভাই’টি,
জামাইবাবুর কাছেই পেতাম লাই’টি ।
আজ এসেছি আদর পেতে নয়,
শোক জড়ানো চোক্ষু অশ্রুময় ।
পড়ছে মনে তার কথাটাই আজ,
কী ছিল সেই মিষ্টি সকাল-সাঁঝ ।
মিষ্টি ছায়ার জীবন পথেই চলত,
সুখ ও দুখের কথাই শুধু বলত ।
রাজা নামের সেই ছেলেটি তোকে,
দিনে-রাতে রাখতো চোখে চোখে ।
দেখাতো স্বপন কর্মযোগে মাতি ,
হয়ে দুঃখ-সুখের সব সময়ের সাথী।
আজ সে নেই এই পৃথিবীর মাঝে,
কাল সে গেছে দিনের শেষে সাঁঝে।
মর্তলোকের কর্মশেষে ঐ স্বর্গলোকে ,
সঙ্গীহারা দেখে আমিই মহাশোকে।
আমিই যে তার সেই আদুরে শ্যালক,
আসতাম উড়ে মেলে বায়না পালক
সফল হয়েই যেতাম সেদিন ফিরে,
সেই স্মৃতিটুক আমার হৃদয় ঘিরে
আজকে বাজে করুন সুরে সানাই,
বুক ভাঙা দুখ কেমন করে জানাই।
নেত্র-সাগর জোয়ার জলে ভাসে,
তাও দিননাথ দূর দিগন্তে হাসে।
প্রকৃতির এই নিয়ম হেথায় বন্দি,
দুঃখ-সুখ আর দিন-রাতে তাই সন্ধি ।