ঘর কোনে বসে কেন খোকাবাবু একাকী !
রাগ করে কারো সাথে করবে না দেখা কি !
কোলে ডেকে মা কন. খাবি নাকি জিলপী ?
ধীর মনে খোকা কয় হবো আমি শিল্পী ।
বাবা-মা'য়ে সেই মত যোগানটা দিল যেই,
তুলি পেয়ে খোকাবাবুর কোন দিকে মন নেই।
না না রঙ্গে ছবি আঁকে জম.-জমাট জাঁকালো,
ছবি এঁকে এঁকে হাত ভালো মত পাকালো ।
একদিন খোকাবাবু আপনার খেয়ালে,
"দরজাই" এঁকে দিল ঘরের এক দেয়ালে।
এতো নিখুঁত আঁকা তার হাত এত পাক্কা,
আঁকা পথে যেতে জোর বাবা খেলেন ধাক্কা।
ফিরে এসে খোকাকেই বক্ষেতে জড়ালেন ,
নয়নের বারি-ধারা গর্বেতে গড়ালেন ।
রটে গেল চারিধার খোকাবাবুর কীর্তি,
বাবা-মা'য়ে জেরবার সামলাতে ভীড়টি।
সারাদিন আসে যায় দর্শক বহুজন ।
গ্রাম পেল শিল্পী যা ভারতের মূলধন ।
প্রকাশিলে প্রতিভা খ্যাতি মিলে খুব যার,
সেজনই উজল করে পৃথিবীর দরবার