যদিও আমি ইস্পাতে গড়া অচেতন এক পদার্থ,
তবুও এমন ক্ষুদ্র হৃদয়ে ভাবিনি আপন স্বার্থ।
বহুদিন হতে হৃদয়ের ভাষা জমে আছে একরাশ,
কিছু ছোট নয় সমাজের কাছে মম এই ইতিহাস
ছাল-পাতা আর চর্মে যবে ছিল তব আচ্ছাদন,
চাহে নাই কেহ আমার জন্ম পৃথিবীতে অকারণ।
আবিষ্কার যবে হয়েছে সুতো দরকার বুঝে কেহ-
বড় বুদ্ধিমান করে গেছে দান, মম এই জড়দেহ।
সেই হতে সদা রয়েছি ব্যস্ত; ঢেকেই চলেছি লজ্জা,
যুগযুগ ধরে নানা রূপ ঢঙ্গে গড়ি তব সাজসজ্জা।
নারীরে গড়েছি অত্যাধুনিকা, পুরুষে গড়েছি সাহেব,
এ-ধরা বুকে নতুন এনেছি; সেকেলে করেছি গায়েব।
কারো নির্দেশে চলিনা কখনো শিল্পীর ইচ্ছে ভিন্ন,
শিল্প কর্মে থেকে নিযুক্ত রেখে যাই পদ চিহ্ন ।
ডাক্তারি কাজে বড় আদৃত, সমাদর করে মুচি ,
প্রতি ঘরে ঘরে রয়েছি আদরে গর্বিত আমি সূচী।