‌।।এ এক জীবনের রঙ।।
       ।।নরেশ বৈদ্য।।
-------------------------------------------------
দেখেছিলাম উষ্ণ -প্রস্রবণ ঝর্ণা---
মুখের আস্ফালন ছিল--
তীরের সুতীক্ষ্ণ ফলার মতো
আর যার আঘাতে, ঝালাপালা হয়ে যেতো
কতশত সবুজ হৃদয়ের গোলাপ বাগান।
সঙ্গতা পেয়েছিলাম ,এমন ধারার মাঝে কিছুটা সময়
এরপর বয়ে গেছে অনেক বৃত্ত রেখা---
জীবনের অষ্টপ্রহর জুড়ে---
চলমান স্রোতে সমাজের পরিক্রমায়--
জোনাকির আলো জ্বেলে আশাতিত কাজলে।
জীবনের আঙিনাতে হঠাৎই --
আবারও দেখা মেলে সেই নায়কের,
সমাজের প্রবাহমান ধারায় মানুষের ভিড়ে।
যে হাঁড়ির ভিতরটা ছিল -একদিন গনগনে আঁচ
আজ সেখানে বাস করে--
দেহজ কুসুম ঘ্রান নানান মৌচাক ।
যদিও সমাজের চারিদিকে আজ বইছে
মোহের যৌনতা ভয়াবহ হিম--
অথচ সেখানে বিরাজমান ,
ভোরের শীতল ছায়ায় কুড়িয়ে আনা--
শুভ্র স্নানের ঝলমলে রোদ মসৃণ।
মিশে গেছে ক্লোরোফিল জীবনের মহার্ঘ মোড়কে-
কুড়িয়ে নিয়েছে সোনালী ফসল হারানো দাম্ভিক বুকে,
গীতা -বাইবেল -কোরান -পুরাণ পেয়েছে নিবিড় স্থান
পাতার আড়ালে জীবন পেয়েছে দামি এক সম্মান।
যদিও নামে আছে লুকিয়ে উজ্জ্বলতার প্রমান
তিনি আর কেউ নন, আমার বন্ধু- দাদা ভাই --
রাজা সরকার যে -তার-ই নাম।
-------------------------------------
১৯/৬/১৯-রাজাদা তোমার নিয়ে লেখা -ক্ষুদ্র প্রয়াস-
অনেক কিছু উহ্য রেখে গেলাম-তুমি এখন অনেক বড় ইতিহাস।