।।এ আমার একান্ত প্রার্থনা আর কারো নয়।।
           ।।কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
এই তো সেদিন---
তোমার প্রকাশ ছিলো ঝলমলে
সুগন্ধি আতরের ইশারায় জানিয়েছিলে ঘন জমাট আহ্বান
সেই ক্ষণ মনে হয়েছিলো কত শুভক্ষণ
ভাবান্তরে এতোটুকু অবকাশ না নিয়ে এক লহমায় জানিয়ে ছিলেম
সেটা কি সবাই মেনে নেবে ?
সময় সুযোগ দিলে দেখো হাজিরার পাতা ভরে যাবে
হয়তো খুশির হাওয়া বইছিলো-গভীর আলোড়নে
মুগ্ধতা নিয়ে বলেছিলে জানাব ক্ষণে।


সময়ের এ কী সুনিপুণ পরিহাস!
দিন বদলের বলিরেখা এসে গেলো
দিনক্ষণ চূড়ান্ত হলো,জানাজানিও হলো ঝটিকা সফরের পোড়া সলতের মতো
আহ্বান সুর ভেসে গেলো দূরে--অনেক দূরে উষর মরুভূমি সাহারায়।


সে তুমি নাই বা করলে মনে
কিংবা ঝরাপাতা ভেবে যতো দূরে দাও ঠেলে
জেনে রেখো প্রেমের প্রথম গোলাপ ফুটেছিল ও চোখের গভীরে
তাই এ হাত রইলো বাড়ানো তোমার ঐ স্টেশনের প্রতীক্ষায়
শুধু এই টুকু প্রার্থনা করি হে ভগবান,
গোলাপ ও কুসুমকে-ভালো রেখো,সুস্থ রেখো সবসময়
আর কিছু চাই না,এমনি করে কবিতার চারা পুতে যাবো আজীবন
হোক না তা যতোই অলব্ধ বন্ধন।
--------------------------------------------
৬/৭/২০২০------------------অবুঝ মন-------