তোমার ভালো চাওয়ার কামনায়--
বেদনার ছোঁয়া পেলাম এ জীবনে
জানিনা কেমনে, এমন সৃষ্টিশীল ভাবনা
আসে যে তোমার মনে, ক্ষনে ক্ষনে!


প্রভাতী কিরনের মতো ঢেউয়ের দোলা
অপেক্ষার প্রহর গুনে দিয়েছো কত
সেই তুমি এমন কথা শোনালে--
রাত্রির খসে পড়া  তারাদের মতো!


তোমার আগমনের সামান্য গন্ধে
শিরা উপশিরা করে শুধু খেলা---
বাঁধা বিঘ্ন তুচ্ছ করে, ছুটে গেছি ডাকে
কখনো কি দেখেছো কোনো অবহেলা?


জমাট বরফ গলে, নদী হয়ে গেছে  
আগুনের লেলিহান শিখায়--
তা বলে কি বরফের বিশ্বাস গেছে ভেঙে?
জমতে সে পারবে না আর ,শাখায় শাখায়!


এ জীবন পরিনত, স্মৃতির ছন্দে দোলে
বাঁচার মাঝে তোমায় ভালবাসে ,আপন স্বপ্নের তালে
তাই চাও যদি আমার ভালো ,অধিক মননশীলে
জংধরা লোহার গরাদ সরিয়ো সমূলে।
----------------------------------------
৪/৫/১৯-(২৫০)-তম ।