গল্প নয়,সত্য কথন
মানুষ হয়ে জন্ম নেওয়ার
সময় কালে জীবন বোধে
কে যে আপন,কে যে পর?


আপন ভেবে,আপন করে
ডেকে ছিলাম কাছে
বোঝার পাতায় যখন পেলাম
সে যে গেছে বকে।


মানব মনের ভাবনা ছোঁয়ায়
অনেক কিছু হয়
পরাজয়ের গ্লানি ভুলে
হয় যে আসল জয়।


এই কথাটি স্মরণ করে
বাড়িয়ে দিলাম হাত
ভালোবাসার আবেশ ছোঁয়ায়
সময় কুপোকাত।


আগের দোলা হারিয়ে গেছে
কালের হাতটি ধরে
মন বীনার শক্ত বাঁধন
অক্ষয় আজও,অন্তরে।


এই তো জীবন মুখোমুখি
সবুজ স্বপ্ন সুরে
মুক্ত মনে আপন করে
ঘৃণা রাখি দূরে।
-----------------------------------
২৬/১১/১৯-