স্বার্থের বিষবৃক্ষ গুলি মাথা তুলে --
দাঁড়িয়ে আছে সমাজের চারিধারে
সম্পর্কের অটল বাঁধন ডুবছে তাই--
ঘন নিবিড় অতল অন্ধকারে।


চিরস্থায়ী বলে আর যে কিছু নেই--
এ মায়াময় জগৎ সংসারে
ক্ষণিক সময়ের অতিথি ও অতি সহজেই--
কাছের মানুষ হয়ে উঠতে পারে।


আর অনেক চেনা-জানা সম্মানের অধিকারী ও--
দূরে সরে যেতে পারে অচেনা ভেলায় চড়ে
তাই বলছি সাবধান, জীবন খাতায় মানুষ চেনা-
সহজ বিষয় নয় ,এই বিশ্ব ভুবন পারে।
-----------------------------------------
২৭/৭/১৯