স্বরণের সিঁড়ি বেয়ে ---
দূতাবাসে কন্ঠ চিনতে তো ভুল করোনি,
জেনে শুনে কি কেঁদে উঠেছিল প্রাণ?
কত সহজেই হয়েছিলে আগুয়ান।
রাঙা চেলি পরে, কথা রেখে এসে ছিলে কাছে--
ভুলে গিয়ে সব পিছুটান,
মনে কি পড়ে সেই দিনের কথা?
পাশাপাশি বসে কত কথা হয়েছিল দুজনায়।


তারপর বয়ে গেছে অনেকটা সময়--
ভাবের সাগরে নাও বেয়ে
কত স্বপ্ন মুখর, একসাথে পথ চলা
কথা দেওয়া, কথা রাখা হৃদয়ের খেলা।


আজ শুধু ধেয়ে আসে তীর্যক তীর
ফনীর মতো ভাংতে চাও মায়ার এই নীড়
কেন তবে এসেছিলে মনে রেখে সংশয়?
'কখনো যাবো না-এই কথা বলেছি কি তোমায়'
এমন কথা রাখা ছলনার ---
দরকার ছিল কি আর?


শুধু করে গেলে ছলনার মায়াভরা অঞ্জলি--
ভরে গেছে হৃদয়ে, বেদনার ফল ভরা থালি,
কেনো করে গেলে তবে কথার রঙ -বে-রঙের খেলা?
মেটাতে কি পেরেছ মনের খানিকটা জ্বালা?


জানি সব প্রশ্নের উত্তর থাকবে--
নীরব পড়ে থাকা পাথরের গায়,
আকুল হিয়া কাঁপে থরথর--
বোঝেনি এখনো, এ কেমন অভিপ্রায়!
যদিও সব কিছু রয়ে যাবে স্মৃতি জানালায়-
এ জীবন এমনই-শুধুই ভাবনা-ময়।
-------------------------------------
১১/৫/১৯