ঢেউ কিংবা ঝড়
থেমে যায় কি না জানি না
কিছু কথা রিং টোন হয়ে বুকে বাজে
বৃষ্টি এলো বলে কি মুক্তির ঠিকানা মেলে?


সরু সুতোর উপর দিয়ে চলা
আর শ্যাওলাতে পা রাখা দুটোই সমান
যে ফুল গেছে ঝরে তাকে যতোই রেখো যত্ন করে
কালের অপচয় মাত্র,ক্ষনিকের বৃষ্টির প্রলোভন।


যে মন গেছে চুরি ঝুলে থাক যত ঝুরি
বাড়িয়ে দেওয়া হাত দুখানির বৃথা আয়োজন
প্রেম আছে বলে যতেক উড়ালে খই
কংক্রিটের উপরে মই দিয়ে গেলে
রাত জেগে বিছানায় শুয়ে সাপ-লুডু খেলারই মতোন‌।


এ যে সময়ের যাপিত সীমা,হামেশাই গোলক ধাঁধা
হাতের পরে হাত রাখা কথাও,আটকে যায় মেমো নম্বরে।
---------------------------------------------
৩১/৩/২০২০-অবুঝ মন-