কি যে বেশ ভালো?
কিভাবে যে খুঁজে পেলো?
সে বিষয় বোঝা দায়
সত্যি কি জবাবী ভাষণ খুবই নিরুপায়?


এই তো দেখে এলাম জ্বলছে আলো
অথচ অবিরাম নিরুত্তর ছড়ি ঘোরালো!
পাহাড়ের বুক জুড়ে বরফ বিরাজে যেমন
খটকার ঝাড়বাতি ঘুমায় তেমন।


কি বা করার আছে?
কিভাবে বা শুধাবো তাকে?
জল পড়ে পাতা নড়ে সে তো আর মিথ্যা নয়
বেদনার বীণ বাজে পাতাঝরা কবিতায়!
---------------------------------------------
      -১৫/৭/২০২১-অবুঝ মন-