ক্ষমতায়নের নেশা,মিডিয়ার ঘেউ ঘেউ
মাথা তুলে দাঁড়ানোর সাহস কোথায়?
রক্তের উষ্ণ প্রস্রবণ,খুন আর খুন
আর কতো তাজা প্রাণ হবে বলি?
উড়ছে ধ্বজা,ছুটছে আগুনের গোলা-গুলি
দিকে দিকে বোমা আর বারুদের চোরাগলি।


আর কত উড়ে যাবে ছাদ?
সন্ত্রাসের কালো ছায়া,প্রশ্রয়ে জঙ্গিবাদ
কাঁটা হচ্ছে কাল,পাতা হচ্ছে ফাঁদ
কুমির ঢুকছে হু হু করে--
বলবার কিছু জো নেই,লুট আর লুট রক্তচক্ষুর বড়াই
অশান্তির আগুন,নিটোল জলপট্টির নাটক,ভিতরে গদীর লড়াই।


এ কোন প্রশ্রয়ের উন্মাদ বাঁধভাঙ্গা ঢল?
শকুনের উৎপাত,পিশাচের কোলাহল
যোনি পথে রক্ত খুঁজে বেড়ায়
শাসকের আশিষ রয়েছে এদেরই মাথায়!
রক্তাক্ত আঁচড়,কতশত ফুল ফোটার আগেই ঝরে যায়
কয়েক দিনের হইচই,জ্বলে মোমবাতির মিছিল
এরপর যে কে সেই,কেউ কথা রাখে না---
তাকিয়ে দেখুন ঐ তো আবার হাততালি উঠছে মুহুমুহু--
---------------------------------------------
১৪/১০/২০২০-অবুঝ মন-