**এ কি উপহার?
          **কলমে: নরেশ বৈদ্য**
------------------------------------------
মনের এই কুঞ্জবনে যে থাকে সংগোপনে,
সেখানে যত অনাবৃষ্টির মড়ক নামুক না কেন?
নরম রোদের সোনালী আলো সবাই তো বাসে ভালো।
তবু বারে বারে জিয়ন কাটির ঠিকুজিতে,
ধোঁয়ার আকাশ জেগে বিশ্বাস ভেঙে হয় চুরমার!
শ্বেত বস্ত্রের পরিধানে ভেসে কি ওঠে ধোয়া তুলসী পাতার জল?
মন বলে যা চাই কিছু কি থাকে না সেথা?
সবটাই আবেগী ফাতনা রসালো আগুনের সূত্রপাত!
ধরে নিতে হবে ভাষা চিত্রের উৎযাপন অপূর্ব কারুকাজ!
লিখে রাখি আহুতি বহর,এ যে সময়ের বেড়াজাল।
--------------------------------------------
    -২৩/১/২০২১-অবুঝ মন-