--------------------------------------------
মানব সেবা ছিল জীবনের ব্রত
দিনের আলোতে কিংবা রাতের গভীরে
নাম যাই হোক না কেন,মেয়েতো এই টাই যথেষ্ট
ছিঁড়ে খাওয়ার বাসনা জাগলো মনে
নর রুপি পিশাচের দল, হায়না ও বললে মানিয়ে যাবে
ওঁতপেতে বসে ছিল ঘন ঘোর আঁধারে
জীবনে চলার পথে,সঙ্গি যান্ত্রিক বাহন
বিগড়ালো
না না ঠিক তা না,ষড়যন্ত্রের শিকার হলো
ওরা এলো চার জন মাংস পিপাসু,ছলনার মায়াজাল বুনে
সন্দেহ হলো,মোবাইল আলো জ্বেলে জানিয়ে
ছিলো
না শেষ রক্ষা হয়নি,বিসর্জনের বিসাদ সুর বেজে গেল
সারা রাত ওরা তারিয়ে তারিয়ে রক্তের স্বাদ নিলো
আর শেষে জ্বালিয়ে দিলো আগুনের লেলিহান শিখা
না চিতার না-
পোড়া শরীরের নির্মম নির্যাস
প্রকৃতি নিঝুম,আকাশের তারা গুলো ভারাক্রান্ত
কেউ কোনো কথা বললো না
মেয়েটির ঘরে আর ফেরা হলো না
কেন হলো না সে কথার জবাব কেউ কি দিতে পারবেন?
জানি আবার মোমবাতি জলবে
বিচার চাই,বিচার চাই কথা গুলো উঠবে
ঘোলা জলে মাছ ধরতে সমাজের সেবক গন
দলে দলে ভীড় জমাবে
প্রশ্ন এখানে,এই কি প্রাপ্য ছিল মানব সেবিকার?
-------------------------------------------
--হায়দ্রাবাদের সত্য ঘটনা--লেখার ভাষা হারিয়ে গেছে--৩০/১১/১৯