ঘুমিয়ে পড়া পৃথিবীর বুকে
যেমন জেগে থাকে বাঁকা চাঁদ।
আমার গোলাপ বাগিচা ঘিরে
শুধু তোমারই চরাচর দিবারাত।
সে যাত্রা পথের বাঁকে বাঁকে-
কতো না রঙিন ছবি করে যাতায়াত।
তাজ মহলের অপরুপা চন্দ্রিমা
বলে কি কখনো বোঝানো যায়?


তবুও,চোখের ঝাপসা আলোয়
নোনা উঠোনে ভিড় করে-
কাঙাল কাকের শশব্দ প্রতিলিপি!
বুঝলাম না এ কোন অভিসারে-
শ্রীমতি রাধিকা আয়ানের ঘরে আজও বন্দি?
---------------------------------------------
২৭/১০/২০২০-অবুঝ মন-