এ কেমন খেলা?
     ।।নরেশ বৈদ্য।।
-------------------------------------------
প্রকৃতির এ কেমন খেলা?
লাফিয়ে চলে কভিডের মারণ নাচন
সঙ্গে দোসর আবার হলো উমপুন!


অনেক যত্নে সাধের সাজানো বাগান
চড় চড় মড় মড় কী ভীষণ আঁট ঘাট
সব শেষ ধু ধু করে মাঠ!


বোবা কান্নার ইতিহাস ক্ষণিকের লহমায়
কারো দেহ চাপা পাঁচিলের ভিতরে
কারো লাশ শুয়ে রাস্তার পরে!


আঁধারের এ কি সুনিপুণ করাল ছায়া
পেটের উনুন গুলো বুঝবে কি আর?
দিকে দিকে হাহাকার ভরা অসহায় চিৎকার!
-----------------------------------------
২০/৫/২০২০-অবুঝ মন-
-----------------------------------------
                      এ কোন পৃথিবী?
                        ।।নরেশ বৈদ্য।।
------------------------------------------
এ কোন পৃথিবী?
দাপানো কাফনের বাসযোগ্য ধ্বংস ভূমি-
জাগ্ৰত ভূকম্পের নৈবেদ্য সাজায়!
কেবল কালো ধোঁয়া আর অন্ধকারে ভরা উঠোন
লুট করে নিয়ে যায় জ্বল জ্বলে সব উপহার উমপুন!
মেঘের পাহাড়ও হয়েছে দোসর,থোকা থোকা বৃষ্টির ফাঁদ পাতে
চাঁদকে নিভিয়ে দিয়ে পৈশাচ উৎসবে বাড়ায় হাত
সন্ধে নামার আগেই  সাজানো তারাদের বাগান ও শুকিয়ে কাঠ
ঝিঁ ঝিঁ পোকার সুরের ভিন্ন চাদরে রাত ভিজে যায়,শুনশান পথঘাট
এ কোন পৃথিবী---বিষবাষ্প জাল? ঘনায় জমাট আঁধার!
---------------------------------------------
২১/৫/২০২০-অবুঝ মন-