সভ্যতার কিলবিলে শুঁয়োপোকার প্রজ্বলিত মশালে
ঝাঁঝালো বহ্নিশিখার মহামারী কোলাহল
পতঙ্গের মতো দখল দারিতে ব্যস্ত কুসুম দোলা
বিচিত্র ঢেউয়ের উনুনে উঠছে নাভিশ্বাস
পুতুল শরীর বেমালুম ভুলে গেছে নৈতিকতা
এবড়ো খেবড়ো সুনামি বহর,চোখ টাটায়।


অপর প্রান্তে খসে পড়ছে মোহভঙ্গের সবুজ উঠোন
বয়সের ভারে খড়কুটো সুর,ঘুম গেছে উড়ে
হু হু হাওয়া সম্মুখ সমরে হচ্ছে অগ্রসর
প্রস্ফুটিত রাঙা গোলাপ হচ্ছে জীর্ণ জরা,
কঙ্কাল সম ভাঙছে নিরন্তর
বিষন্ন,হাঁ হুতাশ মুখ-চোখ,নদী বয়ে যায়
ভরসার কিনারে মাথা ঘোরে, মাঝে মাঝে পা ও টলে-
নোনা জলের এ কোন পৃথিবী উপচায়?
পাড় ভাঙছে একটু একটু করে,চাষা আজ বড়ো অসহায়
অনাকাঙ্ক্ষিত এ পৃথিবীর আছে কি ভবিষ্যৎ?
---------------------------------------------
২৮/৭/২০২০-অবুঝ মন-