হোলির রক্তে ছড়াছড়ি
বিজয়ের দশমী
এ কোন বঙ্গের দেখছি রূপ
দিন দুপুরে খুনোখুনি।


নিরাপত্তার নেই যে বালাই
আপামর জনগণের
চিতার থাবা ভাগ বসায়
ছোট শিশুর সনে।


সমাজ গড়ার কারিগরের
নেই যে প্রানের দাম
বিকৃত সব লোভ লালসা
জাগছে পশুর কাম।


সংবাদমাধ্যম কেনা গোলাম
নীরব বুদ্ধিজীবী
পুড়ছে মানুষ ঝলসা রোদে
মাতছে স্বার্থ শিবির।


প্রশাসনের বেহাল দশা
মুখ ফিরিয়ে রয়
মানুষ রূপি জন্তুগুলো
দাপিয়ে বেড়ায়।
-------------------------------------------
১১/১০/১৯-