জিততে কে না চায়?
কিন্তু যে জাতি অসাড়,তাকে কিভাবে জাগানো যায়?
দেখছে স্বচক্ষে দূর্নীতিবাজদের সূদূর প্রসারিত হাত
তবু কুম্ভকর্ণের নাম জুড়ে এঁরা এখনও,
দিব্বি আরামে চোখ বুজে থাকতে চায়!
আটত্রিশটা দিন যাদের পেটে দাউ দাউ আগুন
একটুও দানা নেই,তাদের জন্য ভাবার লোক নেই আর!
আমি তো বেশ আছি,মাস পহেলা বেতন চোখ চিকচিক
মরুক ওরা তাতে আমার কী!
ছুটির দিনে এসির ঠাণ্ডা বাতাস টেনে বেতাজ বাদসা আমি
ওরা বলছে বটে ডিজিটাল বন্দরে হরতাল আনি
কিন্তু শুনছেটা কে?
নিজের দুকান কেটে জমাট তুলো এঁটে দুকান ঢেকেছি যে
যাকগে ঠিক পার হয়ে যাবে এভাবে আরওওও--দুশোটি বছর!
অযথা অধিকারের লড়াইয়ে জড়িয়ে
তাঁতির তাঁত বোনা বন্ধ হয়ে যাক
এ যা কুলিন সময়--কে চায় বলোতো দেখি?
শুধু শুধু মানুষের মৃত্যুর কথা ভেবে লাভ নেই আর
গাঁ থেকে গাঁ,শহর থেকে নগরের রাজপথ
এই তো কঙ্কালসার বাঙালির হাল হকিকত।
---------------------------------------------
২০/৩/২৩-অবুঝ মন-