স্বাধীনতা নিছকই শব্দ নয়
বহু বিপ্লবীর রক্ত জল করা ফল
বিতাড়িত ইংরেজ বুঝেছিল
মহান ভারতের জনমানবের কতো বল।


যদিও  লড়াই শেষ হয়নি
সেই থেকে আজ ও চলছে এই দেশে
শাসক এখনো জীবিত আছে
চেনা রূপ ও রঙে-অচেনা মানুষের বেশে।


কেবলই মুদ্রার এপিঠ-ওপিঠ
সাধারণ শ্রেনী বোঝে-নেই তারা স্বতত স্বাধীন
রাস্তায়-ফুটপাতে তাকিয়ে দেখলে পরে
বোঝা যাবে মূল্যহীন-রক্তের ঋণ।


তবুও, বলবো আমরাই স্বাধীন
পালীত হবে সাড়ম্বরে-তিয়াত্তর তম সংখ্যাতে
আমোদ প্রমোদের আয়োজন থাকবে সেথা
গুটি কয়েক মুষ্টিমেয় মানুষের হাতে।


এরা কারা-খোঁজ নিলে জানা যাবে
সব কোটি পতি-শ্রেনী শোষক গন
মানবতার মুখোশ পরে করে বসবাস
জনমানবের সাথে করে বঞ্চনা-আসলে যে এরা বেইমান।
----------------------------------------
১৫/৮/১৯---