।।এ কোনো গল্প নয়।।
-------------------------------------
মন কেমনের পাতার বসে
অনেক কথা বলবো ভাবি
কি যেন এক সংকোচেতে?
যায় ফুরিয়ে সকল দাবি।


যদিও দেখি জ্বালছে আলো
ঐ জোনাকি চোখের তারায়
চোরা বালির অলীক স্রোতে
সকল স্বপন যায় ভেসে যায়।


এমনি করে কয়েক হাজার
নিশি যাপন হলো কাবার
উদাস মনে দেখি চেয়ে
'যেথায় ছিলাম সেথায় আবার'!
-----------------------------------
ঝরা পাতা ঝড়কে ডেকে-
---------------------------------------
অনেক কথা
অনেক ঘুম জাগানিয়া আশা
আবছা হতে হতে ডাইনোসরকে
ছুঁয়ে ফেলেছে প্রায়!


আসন্ন ক্ষুদা গিরগিটি রঙে পরবাসি
হারিয়ে গিয়েছে সব উন্মাদ স্মৃতি!


এই দেখছি জানালা খোলা
পরক্ষণেই পেরেকের মোচড়
রক্ত ঝরা গভীর ক্ষত
নির্যাস শুধু হাহাকার!
--------------------------------------
১৩/৯/২০২১-অবুঝ মন-