----------------------------------------
খেলা বোঝার মন কোথায়
শুধু কিল মারার গোঁসাই
বিনা কারণে এক দিন লাঞ্ছিত করল যে
আজও কেন তার হয় এত বড়াই?
এটাই কি জগতের জাগতিক নিয়ম
হয়না কেন অন্যথা,ব্যতিক্রম?
সামান্য নুপুরের মায়া ছাড়ে না যারা
ভালো কী চাইতে পারে তারা?
লোভের পরশে অগ্রাধিকার হাতিয়ে বেড়ায়
তবুও তাদের জয় গানের বিজয়ী ঢাক বাজায়!
বিস্ময় জাগে এ কোন বিরাজমান ধরা
মানুষ চেনার উপায়ে রয়েছে ক্ষরা!
ক্ষতের প্রলেপে আজও ঝরে বেদনার ঝরা
বিপরীতক্রমে সুখ্যাতির রস রয়েছে ভরা
জানি অর্থের সীমানা আর মোহ মহাজাগতিক
সেখানে গুনাগুন ধর্ষিত,ছায়া লিপস্টিক
দমবন্ধ চোরাবালি স্রোত শুধুই অপমান
প্রতিবাদের শাণিত ধারায় নামবে ভাটার টান
জীবন আকাশে কেন এত বিভাজন
মানবিক বিচার-বুদ্ধি হয়েছে কি বিসর্জন?
ভাবতে অবাক লাগে
সত্যি ভাবতে অবাক লাগে!
--------------------------------------------
৬/১০/১৯--অবুঝ মন