যে দেশে ঘুরে বেড়ায় চাঁদ সওদাগর
সেখানে নিশানা নির্ধারণ সীমানার বেড়াজাল!
যদি না জেনে থাকো তবে জেনে রাখো
এই বনে এখনও কতশত ঝিঁঝিঁ পোকার স্বর শোনা যায়?
কয়েকটি আততায়ীর আক্রমণে এ পথিক ক্লান্ত নয়
তুষার কি পেরেছে গুরসকে নিশ্চিন্ন করে দিতে?
ঝর্ণার ঢল অনাবিল হলে ভ্রমর ঠিকই গুনগুনায়।
-------------------------------------------
২৪/১০/২২-অবুঝ মন