-------------------------------------------
ভ্রমরীর গান শুনবো বলে কি --
এক দলা কালো মেঘ ছেয়ে এল?
স্বপ্ন বাসা বাঁধার আগেই মুকুলেই ঝরে গেল
ঊষর মরুভূমি ফুঁড়ে--
যদিও,বা দেখা মেলে একফোঁটা বৃষ্টির
স্মৃতির ঢেউ বুকে --
আছড়ে কি পড়ে যত অনাসৃষ্টি?
এলোমেলো ভাবনা ছোঁয়ার নেই কোন কারণ
দু-একটি কথা বলা রয়েছে কি বারণ?
হয়তো শাশ্বত অভয়বাণী মনে পড়ে না আর
তাই বলে কি মুক্ত বন্ধনেতে জীবন হবে ছারখার?
ঝড় উঠুক না বুকে আর একটিবার
সেই মায়া নামে গুনগুন সুরে---
"তুমি যে আমার-- তুমি যে আমার"।
-----------------------------------------
৮/২/২০২০-