বসে আছি নির্মল সুন্দর প্রভাতে
বার্তা ভেসে এলো বাতাসের স্রোতে
কি করছি- তা জানার আবেদনে
ফাগুন বসন্তের শুভ লগনে।


উওরে জানিয়ে ছিলাম বসে আছি ঘরে
মোবাইল জানান দিল কার জন্য অপেক্ষা করে?
ক্ষণিক পরে আবার ও আসে ধেয়ে
কৌতূহলী আলোক মেখে,কার পথ চেয়ে?


প্রত্যুত্তরে জানিয়ে ছিলাম জানি না!
জানলেও আর বলতে চাই না
মনের জানালার ঝড় গেল থেমে
আশার কুহেলিকার মরন বাণে।


আর একটি মাত্র জিজ্ঞাসা তাকিয়ে ছিল মুখ তুলে
তাও হার মেনে লুকিয়ে গেল উদাসীন পালে
শুঁকনো মরা কাঠের মত রইল পড়ে
সঙ্গপনে, গোপন হৃদয়ের অভিসারে।
-------------------------------------------