প্রয়োজন খুব কি ছিল-অন্তর গহীনে ক্ষত করার?
ভীষণই অব্যক্ত যন্ত্রণা যায় না কাউকে শেয়ার করা
হতে চেয়ে তোমার মনের রাজা-
দূর সাগরে ঠেলে দিয়ে -বানালে ভিখারি প্রজা!


হাত যতই -হাতের আড়ালে ঘষনা কেন--
তোমার রাজা সাজা নয়কো এতই সোজা,
অঙ্গীকার আজ মিশে গেছে ঝাপসা পাপোশ তলে--
কোন সে জাদুর- মায়া মন্ত্র বলে?
স্বপ্নগুলো বন্দি খাঁচার নির্লজ্জ হলুদ পাখির ন্যায়--
অবহেলার গল্প শুনে চলে।


দিনের শেষে একলা যখন- থাকি নিজের ঘরে
বুকের ভিতর ধকাস ধকাস শুধুই যুদ্ধ করে।
এর উপরে উপঢৌকন- চলার পথে স্মৃতির দাবদাহ--
অন্তরেতে মুখটি তুলে প্রশ্ন খোঁজে,
এমনি করে বারে বারে- আর্জি দিলে কেন মোরে?
ভালোবাসার সুখ পাখিটা-বেঁচে থাকার স্বপ্ন নিয়ে আজ ও, বাসা খুঁজে মরে।
--------------------------------------------
২২/৫/১৯