সুদীর্ঘ অপেক্ষার প্রহর গুনেও,
যে প্রেমিকের মনে একটু জলীয় বাষ্প দেখে স্বপ্ন খেলে যায়
সে কি চাইবে কখনও--তথ্য বিকৃতির দায়ে নিজের নামটি জড়িয়ে যাক?


সেই তাঁকেও আজ বাদ রাখলে না--
বেশ কষে বেঁধে চালান করে দিলে সন্দেহের বিষ্ময় তটে!
জেনে রেখো বঞ্চিত মানে এই নয় যে,সে ভুলে গেছে স্বচ্ছ মার্জিত জ্ঞাণ।


তুমি তাকে যতোই খেয়ালী আলগা উচ্ছাস মনে কর না কেন
ভিতরে সে কিন্তু অলিন্দ নিলয় জুড়ে গড়ে তুলেছে পবিত্র বাগান
আর সেখানে প্রতিটি মুহূর্তে আছড়ে পড়ছে বরফ গলা জল বর্ণীল সিগন্যাল।


এবার বলো তোমার প্রশ্ন কতটুকু পেলো দাম?
---------------------------------------- -১৮/৩/২৩-অবুঝ মন-