কিছু বংশের বাতি নিভিয়ে দিতে পারলে
হাঙর গুলোর আঙ্গুল ফুলে গলাগাছ,
একেবারে যাকে বলে কেল্লা ফতে
তখন কেবল উৎসব আর উৎসব
যতই হোক না ভাাঁড়ে মা ভবানী,
তবু ঘটনার ঘনঘটা জমজমাট
কথায় কি যেন আছে কেতাবি ঢং
সিং পং পং হিড়িং ক্রিড়িং বারোমাস!
ততক্ষণে বর্ধিষ্ণু উঠোন জুড়ে চাঁদের হাট
তেলমারার যন্ত্রগুলোর থিকথিকে ভিড়!
চারিদিক ঘিরে ধরে খচা খচ ফ্লাসের পর ফ্লাস
চিড়ে ভিজলে পরে ঠিক যেমনটি হয় আর কী
যদি কিছু ভাগাড়ের মাল কপালে জোটে
নিদেন পক্ষে অন্ততঃ পাঁচটা বছর পাকা
আয়েশ জমবে বিজ্ঞাপনের রসালো ঠোঁটে
তা সে যতোই হোক আঙুর ফল টক
একেবারে চুপচাপ,নট নড়ন চড়ন বাট ঠকাস--।
-------------------------------------------
১৪/৪/২০২১-অবুঝ মন-