খোলা মনের দরজায়
                        আকাঙ্খার চাহিদা সীমাহীন।
তৃপ্তির পালে জমেছে
                       নিকষ রাতের মেঘ অসীম।।
স্বচ্ছতার ভাবনার দেয়ালে
                       লোভাঙ্খুর হায়নার থাবা।
গতিশীল জীবন চলাতে
                       রয়েছে প্রতি পদে বাঁধা।।
মুখোশের আড়ালে পথগুলি
                      ঢেকেছে ঘুপচি অন্ধকারে।
চাকচিক্য  মোড়কে
                      বিষাক্ত গরল ঘুরছে চক্রাকারে।।
মানব কুলের মাঝে
                     চারিদিকে বেনো জলে কানাকানি।
কে বড় -কে ছোট
                     নেই আর মানা মানি।।
ঘটে চলেছে প্রতিনিয়ত
                     বরণীয়- সম্মানীয়দের সম্মানহানি।
ফলস্বরূপ সমাজেতে
                    নেমে আসছে ধ্বংসের হাতছানি।।
----------------------------------