ভালো লাগার প্রথম বুনন প্রেমের গোলাপ চারা।
আমার বেলা যা ছিলো তা সুখ আকাশের তারা।।
প্রথম রোদের আলতো ছোঁয়া কার না থাকে মনে?
আমার বেলা অন্যরকম,রক্ত ঝরায় সংগোপনে!
তোমার দালান উপত্যকায় আমার তরী যখন ভিড়ে।
বুক ফেটে যায় মুখ ফোটে না তোমার বাণের তিরে।।


বলতে পারো এ কোন অসুখ তোমার উপহার?
যেথা ছিল স্বপ্নমাখা আমার প্রথম ভালোবাসার ঘর।।
এখন তুমি পরম সুখী অন্য কারোর মিঠেল হাওয়া।
তবু কেন তোমার ঘাটে মন যমুনার আসা-যাওয়া।।
এইতো সেদিন চিলেকোঠায় ভেসে ওঠে তোমার মুখ।
দেখা দিয়েই মিলিয়ে গেলো ব্যস্ত বেড়ার অচিন সুখ।।
---------------------------------------------
১৯/৭/২০২০-অবুঝ মন-