কি হবে অলীক সুখের জোছনা মেখে?
সহজে মুছে দিতে পারে যা স্মৃতির দেওয়াল
শুধু ছেড়ে যেতে পারে প্রতিশ্রুতির কুলীন ছায়া।


কি হবে মৃত ক্যানভাসে স্বপ্নময় ছবি এঁকে?
অনুভূতির সাগর যেথা শুকিয়ে যায়
অবক্ষয়ের হাতটি ধরে বসে থাকা ছাড়া আর কিছু নয়।


কি হবে পশ্চাদগামী ফুলশয্যার কথা মনে রেখে?
যেথা ভিড় করে উলঙ্গ সভ্যতার উন্মাদ দল
লালসার তীর্যক ঢেউয়ে হারিয়ে যায় কুসুম বাগান।


কি হবে সরু আলপথ বেয়ে ফুসফুসের ছিদ্র বাড়িয়ে?
যেথা মন শুষ্ক মরুভূমি প্রায়,আলেয়ার চিক চিক ঢল
উনুন জ্বালানোর কাঁঠ খড়ের অভাবও সেথা শূন্য প্রায়।


কি হবে লবন সাগরের বুকে বৃথা নিমগ্ন হয়ে?
নিজেকে তীরের ফলায় লটকিয়ে কষাঘাত ছাড়া আর কিছু না
যে ফুল গেছে ঝরে হুইসেল সেথা মৃত আলিঙ্গন।
--------------------------------------------
৮/৪/২০২০-অবুঝ মন-