সেই কোন সকাল বেলায়
সবুজ ঘেরা গাঁয়ে
তোমার অবুজ আবেদনে
প্রেমের পায়রা উড়িয়ে ছিলাম
সারারাত জাগা-নিশুতি রাতে
খোলা মনের দরজাতে।


হঠাৎ সেথা ভাসিয়ে আসে প্লাবন
মাতাল হট্টগোলে--
বিচারকের দল এল সেথায় চলে
পুরষ্কারের এর খাতা সঙ্গে করে
মিলে ছিলো নো বলে কট বিহাইন্ড
সবুজ স্বপ্ন গেল অস্তাচলে।


চীনের প্রাচীর খাড়া হলো
হারিয়ে গেল বেলাভূমির চর
ভাসতে ভাসতে আস্ত একটা দ্বীপে
নিঃসঙ্গতার আঁধার গেল কেটে
তবুও যেন মন রয়েছে বন্দি
আজ ও তারই চিরাগ বাতি জ্বলে।


এমনি করে মনের পিছু টানে
মিলল আবার পুরনো সেই ঝিনুক
ঘিরে ধরে কলিং বেলের শব্দ
মাতাল হাওয়ায় সারাটি দুপুর
কিন্তু কোথাও যেন বাঁধন গেছে টুটে
রক্ত-ঝরা পূর্ণিমা রাত জাগে।
--------------------------------
২৪/৪/১৯(অধিগম-প্রাপ্তি)