ইচ্ছে ছিলো গোপন কোণে
তোমার সাধে ভাগ বসাতে।
কৌশলিকার টুপুস জলে
নিজেই তা ভাসিয়ে দিলে।


জানার মাঝে এটাই কি
লক্ষণ সীমা গন্ডি-রেখা?
প্রেম পিরিতি ভালোবাসা
সামনা-সামনি শুধুই দেখা!


দাবানলের তীব্র তেজ
হারিয়ে গেল কি কারনে?
রক্ত-ধারা জমাট হয়ে
পুড়ে গেলো মন কাননে!


কালে ভদ্রে মাঝে মাঝেই
দেয় কি উঁকি রুদ্রতাপে?
নাকি স্মৃতি মেদুর মনের ছোঁওয়া
হারিয়ে গেছে নিঠুর বাঁকে?


আগুন নেভা ছাইয়ের ভিতর
খুঁজে দেখো সময় করে।
ভালোবাসার গোলাপ জাম
লুকিয়ে আছে বাঁধাডোরে।


দেখতে পাবে ইচ্ছে গুলো
উথল স্রোতে ঘুমিয়ে আছে।
সৃষ্টি রাঙা রঙিন দোলা
পুড়ছে ভীষণ যন্ত্রণাতে।
------------------------------------------
-অবুঝ মন-১৮/১/২০২০