তোমার বন্ধ দরজার কাছে মাথা কুটে মরা
আর 'অরণ্যে রোদন' দুটোই সমান
তবুও,ক্ষতের প্রলেপে নেমে আসে সান্ত্বনা শব্দের অভয় বাণী
'শোননা'মাধুর্য ভরা উষ্ণ জলের প্রস্রবণ
যদিও দেওয়াল জুড়ে রামধনু চিহ্নের দোয়েল সুরের 'কোথায় তুমি' ঢেউ খেলে যায়
এ যে আঁচল ভরা ভালোবাসার কালরাত্রির ঘোর-মরমীয়া অবিশ্বাস্য বৈশাখী ঝড়।


কখনো বাসরঘর কখনো বা কারাগার
প্রতি মুহূর্তে অতল জলের গভীরে ডুব দিয়ে যাই
রূপ-কথাতে রাখি হাত
অলৌকিক বিকেলে ভোরের ফুল ফুটবার চেনা-রাঙা ফাগুনের অপেক্ষায়
জানি 'প্রেম একবার এসেছিল নীরবে' গাঙচিলের মতো ডানা মেলে
ফিরে গেছে আপন মহিমায় নরম ঝলমলে পরবাসে
চাহিদার পরম কোলাজে আমাজনের সীমানায়
কুষ্ঠরোগীর গুল্মলতায় নক্ষত্রের বহ্নিশিখায়
আজও,মিটিমিটি জ্বলছে আলো।
--------------------------------------------
২১/২/২০২০-অবুঝ মন-