আগেভাগে ভাবছো যারা এই তো বাগের হাল
অবহেলা সরিয়ে রেখে একটু দিয়ো জল
জেনে রেখো এরা যে নয় রং করা সব ফল
যত্ন পেলেই আলো হয়ে ফুটবে কুঁড়ির দল।


আজ-ই তারই টুকরো ছবি উঠল ফুটে কুসুম বনে
এত্তো কিছু লুকিয়ে রাখে এই শিশুরা মনের কোণে!
একটুখানি হাত বাড়িয়ে আসুন সবাই এগিয়ে আসি
চিরন্তনি শিশু দিবস স্বপ্ন এঁকে খোলা হওয়ার স্রোতে ভাসি।


আগুন সাঁকার গল্প যখন  দিকে দিকে দিচ্ছে হানা
এই যে অবুঝ সবুজ কণা,অল্পস্বল্প ভরসা পেলে অনায়াসে মেলবে ডানা।
না হয় একটু ভরসা রেখে ওদের কাছেই আসন পাতি
উঠুক জ্বলে এমনি করে হাজার হাজার তারার বাতি।
------------------------------------------
১৪/১১/২২-অবুঝ মন -