এই যা
------------------------------
তুমি যদি আমি হতাম
কেমন হতো বলো?
পারতে কি খুঁজে নিতে
নোনা জলে আলো?
তুমি ভেবে নিতে পারো
এইতো আঁধার ঘনিয়ে এলো!
অথচ সেই পাত সেই প্লেট
আবারো সোজা হয়ে দাঁড়িয়ে গেলো
এই যা,শুধু দৃষ্টির রেখাপাতে
কয়েকটি আঁচড়ের দাগ যোগ হলো।
----------------------------------
   তবু আজো বেঁচে
-----------------------------------
না জানি কি ভেবে ছিলো?
খুঁজতে ও আসেনি অনন্তরেখা
ছিলো মেঘ,ছিলো ছায়া
বুঝতে পারিনি বৃষ্টিতে না ভেজার ইচ্ছেটা!
অনেকটা পথ ছেড়ে আসা
এখন আর ঘুম ভাঙলে--
শুনতে পাই না এই উঠলাম
অথচ বাতাসের গতিবেগে
বিয়োজনের অনাকাঙ্ক্ষিত টান!
তবু আজো বেঁচে হাজারো জিগ্যাসা!
---------------------------------
১৫/১২/২০২১-অবুঝ মন-