**।।এই কথাটি মনে রেখো।।**
-------------------------------------------
চিরন্তন সত্যের পথ ধরে,প্রেম যেথা বন্দি
সেখানে থাকে যে আয়ান ঘরনী
সেখানে তুমি কি করে ভেবে নিলে--
রাগের মৌসুম থাল ভরা ডালি?
অথচ আজো তোমার বাগিচা জুড়ে
রোজ দুই প্রহরে ভ্রমরের গুঞ্জন শোনা যায়।
সেখানে তোমার উপস্থিতি নেকড়া জড়ানো হলেও--
আশাতীত আলো,মাঝে মাঝে স্থান পায়!
এটাই তার কাছে এক আকাশ সুখ খুঁজে আনে
তুমি তো বুঝলে না এর যে কি আসল মানে?
বেড়াজাল বুনে কথা দিতে পারো ক্ষতি নেই
তার মানে এই নয়,কবিতা তোমাকে ছেড়ে--
চলে যাবে অনেক অনেক দূরে--তাসের দেশে।
---------------------------------------------
         --২৪/২/২০২১--অবুঝ মন--