ভাবছেন এ কেমন সৌজন্য বিনিময় -যেখানে ফুল,পাখি একই আঙিনায়-ভ্রমর কেবলই গুনগুনায়! মাছরাঙা আসে যায়-সাগর ফাঁফে কানায় কানায় -


পাথরও হার মেনে যায়! অগ্নুৎপাতেও নেই কোন ভয়-রঙ বেচে দিন চলে যায়!শেষমেশ শিথিল চিহ্নের অভাবনীয় প্রকাশ বরফ চূড়ায়! তবু জাগে সংশয়!--এ কোন সময়?


বিপরীতে চাঁদ আজও--সেই ঝলসানো রুটি -নীল আর্মস্ট্রং,মাইকেল কলিন্স, রাকেশ শর্মা,---- এ মাটি ক'জন বা ছুঁতে চায়?-রাজ কুমারীর রাখাল বালক,সোনা সেও সোনা নয়! এ হলো ভাবের ঘাঁটি ঝাড়বাতি উজ্জ্বল -খাঁটি কী না ইতিহাস জানে।
"বাতাসের কোন দোষ দেখি না"--
---------------------------------------------
১৭/১০/২২-অবুঝ মন-