অর্থের প্রাবল্য তখন প্রবল
এখনো কী---?
চালাচালি-কতকিছু!
ভাঙ্গা ছাদ,ভাঙ্গা বাড়ি
ছেড়েছে কি কানাকড়ি?
হিসাবের কড়াকড়ি
বাড়াবাড়ি কত আড়ি!
আর কী বাকি থাকে ছাড়াছাড়ি?


সেদিনও--আর এদিনও---
হিসাবটা আজও মেলেনি
পাথরকে বুকে ধরে
পুড়েছি ভীষণ জ্বরে
শেষমেশ শিথিল সাগরে ডুবে
যাপন নিশ্চিন্ত নিরাপদ।


তবুও সুতোর ভিতর মাঝে মাঝে
আছড়ে পড়ে তির্যক তীর?
জন্ম নেয়"হিংসুটে"সুকুমার রায়।
---------------------------------------
২৯/১০/২২-অবুঝ মন-