যখন হলো আবার দেখা
তুষটা না ঘাঁটতে পারতে
সেইতো খেলাঘর গড়া
সেইতো পালিয়ে যাওয়া
না হয় থাকতো বেঁচে
আরো কিছুদিন গোলাপের স্বাদটা।


এখন কি আর পাবে?
শুধুই দেখতে পাবে মৃতদেহ সৎকার
এখানেও কি হবে শেষ?
থেকে যাবে আরো রেশ,সাহারার উৎসব।


তাই এই শুভক্ষণ ঝরে যাওয়া
পাতা খসানোর দারুণ সময়
এ হেন সন্ধিক্ষণে--
সাগরের ছলাৎ ছলাৎ ঢেউ যদি না ধেয়ে আসে
তাতে আর কি যায় আসে?
-------------------------------------------- -২০/৫/২০২২-অবুঝ মন-