দিকে দিকে চলছে
উৎসব মুখরিত শ্রাদ্ধের আয়োজন
যেনতেন ভাবে গদি টিকিয়ে রাখা
ওদের যে খুবই প্রয়োজন।


পড়ুক না ঝরে --
দু ফোঁটা রক্তের কনা তাতে কি!
প্রতিশ্রুতির বন্যাতে ভেসে
ওরা ফলাবে শুধুই সোনা।


মাথার ঘাম পায়ে ফেলে
যারা শুধু-ই খেটে মরে
বিনিময়ে মাঝে মাঝে -ওরা
তাদের-ই মাথার লাল রক্ত ঝরায় অঝরে।


এরপর ওরা --
বিজয়ীর রঙিন রঙে রেঙে
আখের গোছাতে ব্যস্ত হবে
নানান গুপ্ত খামে।


আপামর শ্রেণীকে ওরা
দূরে ছুঁড়ে ফেলে দেবে যন্ত্রের মত
ভুলে যাবে -সবকিছু
পিছনের ইতিহাস আছে যত।


শেষ হয়ে যাবে
শ্রাদ্ধের সব কাজকর্ম
যুগে যুগে এভাবেই ওরা
পালন করে চলেছে সমাজসেবীর ধর্ম।


হায়রে কি বিচিত্র --
এই নিয়মের বেড়াজাল!
সাধারণ জনগণের--  
বেরিয়ে পড়ে, শুধুই কঙ্কাল।
-----------------------------------------
৮/৪/১৯