----------------------------------
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে --বেশ রয়েছে ওরা।
সৃষ্টি কলা ছেড়ে এখন --রয়েছি মন মরা।।
কয়েকজন আছে ভালই-- বাড়ির কাজে কর্মে।
কি যে জ্বালা রয়েছে যে --বুঝছি মর্মে মর্মে।।
কেউ যায় শশুর বাড়ি --জামাই আদর খেতে।
কেউ আবার ব্যস্ত কাজে-- পরম সেবা করতে।।
কার ও আবার স্কুলের কাজে --নেই যে মাথা ব্যাথা।
পরম আনন্দে ঘুরছে তারা --মাস মাইনে আসল কথা।।
এই তো জীবন --দায়ের বোঝা কাঁধে।
মন ভেজানো কথার দোলায় --হৃদয় শুধু কাঁদে।।
-----------------------------------------l
৭/৬/১৯