এই যে আসা আর যাওয়ার কিছুটা সময়
এটাই কবির কাছে জোৎস্নাতলা
তুমি আগামী পৃথিবীর ঘোরের মধ্যে যতোই থাকো না কেন
এভাবেই বেঁধে বেঁধে চলাই অবুঝ মনের যাপিত জীবন।


হয়তো ভাবতে পারো এ কেমন রোগের ধরন--
পুড়তে পুড়তে কুড়িয়েও রাখে মায়া রোদ
আসলে কী জানো--সময় শিখিয়েছে স্বপ্ন ফেরিওয়ালার কোন যতিচিহ্ন থাকতে নেই
সুতরাং এর পরেও আগুন জ্বালিয়ে রাখা----!
যাক যতোই বদলে যাক মোহনার ধরণ
ওই যে কথায় বলে না ফুল পাখি মন ফাগুনে থাক।
--------------------------------------------
২২/১/২৩-অবুঝ মন-