।‌।এই তো নিঠুর খেলা।।
---------------------------------------------
বদলে যাওয়া আশ্বাস ঘিরে কত কিছু হয়
পাথরের স্রোত বয়ে ইচ্ছের সীমানায়
নোনা জল উপচে পড়ে ঘুপচি চিলেকোঠায়
নিঠুর খেলা বেলা শেষের গল্প শোনায়।


সজীবতার ঝাঁপি খুলে বেলাগাম ঢেউ হলে
মাতালের দাঁতাল হাসির ঠিকানা হারায়
বুঝতে হবে কেবলই সময়ের নিরিখ হড়কা ঢল
শিরশিরে কঙ্কাল শিহরণ জীবন যাতনা ময়।
------------------------------------------
৮/৯/২০২০-
--------------------------------------
       ।।মর্যাদা থাক।।
------------------------------------------
তোমার আমার প্রেম বাগিচায়
থাক না নানান অলীক শাখা
সুখ পাখিটা এরই মাঝে
মাঝ আকাশে মেলুক পাখা।
অঙ্গীকারের সাক্ষী গুলো  
যাক না ভেসে হাওয়ায় উড়ে
বৃষ্টি ভেজা আজব উঠোন
বিরাজ করুক হৃদয় জুড়ে।
হয়তো খানিক হারিয়ে যাবো
মিঠেল রোদের আলতো ভিড়ে
মানিয়ে নেওয়ার মর্যাদা থাক
ভরসা থাকুক তোমায় ঘিরে।
----------------------------------------
-৫/৯/২০২০-অবুঝ মন-