।।এই তো সমাজের হাল।।
       ।।নরেশ বৈদ্য।।
--------------------------------
হাঙর ভরে গেছে দেশে
দিকে দিকে ফাঁদ পেতে
চেয়ে আছে লোলুপ দৃষ্টিতে
এদের মনুষ্যত্ব বন্ধক রাখা আছে
খাকি পোশাকের ভিতরে
আর হুকুম কায়েম করছে
নির্লজ্জতার চরম শিখরে গিয়ে
নিরীহ মানুষকে করে এরা পীড়ন
আর উপর তলার বাবুদের
এরা করে চলে পদলেহন
এই তো সমাজের হাল
কি করে সেই ঘুণ ধরা সমাজের
বাড়বে মনোবল?
স্বাধীনতা শব্দটা মুখ লুকিয়ে
বইয়ের পাতার মাঝে
সাধারণ শ্রেণী চিরকাল ব্যাপী
সরকার নামক কাঠামোর দিকে
মুখ তুলে চেয়ে চেয়ে কাঁদে।
-----------------------------------
১৪/৪/১৯